প্রকাশিত: Fri, Apr 7, 2023 6:26 AM আপডেট: Tue, Jan 27, 2026 1:14 AM
রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা
জেরিন আহমেদ: আর বেশি দিন বাকি নেই পবিত্র ঈদ-উল-ফিতরের। এরইমধ্যে এই উৎসবকে ঘিরে জমে উঠেছে কেনাকাটা। বৃহস্পতিবার ঢাকার বেশ কয়েকটি মার্কেট ও শপিং মল ঘুরে দেখা যায়, ক্রেতারা জামাকাপড়, জুতা, অলঙ্কারসহ বিভিন্ন জিনিস কেনার জন্য ভিড় করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড়ও বাড়তে থাকে। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সারা ফ্যাশনের ব্যবস্থাপক জিসান বলেন, আমাদের শো রুমে প্রচুর ভিড়। ইফতারের পর ক্রেতার সংখ্যা আরও বেড়েছে। রমজানের প্রথম দুই দিনে ক্রেতাদের ভিড় ছিল। কিন্তু এরপরের কয়েকদিন আবার ক্রেতাদের সমাগম কমে যায়। তবে, ক্রেতার সংখ্যা এখন ফের বেড়েছে। আশা করছি, এই অবস্থা ঈদ পর্যন্ত বজায় থাকবে। ঢাকা নিউমার্কেটের সাইকি ফ্যাশনের মালিক কামরুল ইসলাম বলেন, ভালো বিক্রি হচ্ছে। ছেলেদের পোশাকের চেয়ে মেয়েদের পোশাক বিক্রি হচ্ছে বেশি। ঊর্মি সুমাইয়া নামে এক ক্রেতা জানান, আপাতত বাচ্চাদের জন্য কিনেছি। নিজের জন্য হয়তো পরের সপ্তাহে কেনাকাটা করব।
বেসরকারি চাকরিজীবী আবিদ হাসান। এসেছেন ছোট ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনতে। একটি দোকানের বাইরে লাইনে দাঁড়িয়ে ছিলেন প্রায় ১০ মিনিট। তিনি বলেন, কয়েকটি দোকান ঘুরেছি, তার কাছে মনে হয়েছে, এবার ঈদে ২০ শতাংশ দাম বেড়েছে। এ ছাড়া দোকানিরা ক্রেতাদের কাছে টানতে মোবাইল ফোনসহ বিভিন্ন লোভনীয় ও আকর্ষণীয় অফার দিচ্ছেন। এবার ঈদে গত কয়েক ঈদের লোকসান কাটিয়ে উঠবে বলে আশাবাদী সব শ্রেণির বিক্রেতারা। সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট